ভারি বৃষ্টিতে বিপর্যস্ত নয়াদিল্লি

|

ছবি: সংগৃহীত

মাসব্যাপী দাবদাহের পর ভারি বৃষ্টিতে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লি। সোমবার থেকে শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাত। এতে দিল্লি এবং আশপাশের এলাকার তাপমাত্রা কমেছে অন্তত ১১ ডিগ্রি সেলসিয়াস। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

দিল্লিতে তীব্র গরম থেকে স্বস্তি মিললেও ভারি বৃষ্টিপাতে দুর্ভোগে নগরবাসী। শহরজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ঝড়ের তোড়ে গাছপালা উপড়ে বন্ধ হয়ে গেছে বহু সড়কে যান চলাচল। যানজটে স্থবির হয়ে গেছে ভারতের রাজধানী।

বৈরী আবহাওয়ার কারণে বাতিল করা হয়েছে বেশকিছু বিমান ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অনেকে এলাকার বাসিন্দারা। তবে এখনো দাবদাহে নাকাল উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থান।
আরও পড়ুন: বাইডেন-মোদিদের সম্মেলনের কাছে উড়ল চীন-রাশিয়ার যুদ্ধবিমান
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply