যারা বিরোধিতা করেছিল তারা যেন জাতির সামনে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠে: তথ্যমন্ত্রী

|

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। (ফাইল ছবি)

পদ্মা সেতু বাংলাদেশের সব মানুষের সেতু। যারা পদ্মা সেতুর বিরোধিতা করেছিল তারা লজ্জাহীন। তারা যেন জাতির সামনে ক্ষমা চেয়ে পদ্মা সেতুতে ওঠে, বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

সোমবার (২৪ মে) বিকেলে নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

পদ্মা সেতু প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ জননেত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংকের অর্থায়ন নেননি প্রধানমন্ত্রী। দেশের কিছু মানুষ টিআইবি, সুজন, সিপিডি, বিরোধীদল এবং আরও মানুষ আছে যারা পদ্মা সেতুর নির্মাণ নিয়ে প্রশ্ন তুলেছিল, তারা লজ্জাহীন। তাদের পদ্মাসেতু নিয়ে কথা বলার আগে তাদের জাতির সামনে ক্ষমা চাওয়া উচিত।

তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপির নেতৃত্ব শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে বারবার। আল্লাহর অশেষ রহমতে তিনি বেঁচে আছেন, দেশ উন্নতির সোপানে আছে। আমাদের নেত্রী প্রতিহিংসার রাজনীতি করেন না। সেটা করলে খালেদা জিয়াকে জেলের বাইরে থাকতে হতো না।

এ সময় চলমান কান চলচ্চিত্র উৎসব ও মুজিব সিনেমার ট্রেলার প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নামে সিনেমার ট্রেলার নিয়ে যারা সমালোচনা করছেন তারা না বুঝেই সমালোচনা করছেন। সিনেমাটি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। সিনেমার র ফুটেজ দেখেছি, ভালই হবে আশা করছি। আর, আগামী বছর থেকে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একটি স্টল থাকবে বলেও জানান তথ্যমন্ত্রী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply