মমতাময়ী মাকে শ্রদ্ধা জানানোর বিশেষ দিন আজ

|

বিশ্ব মা দিবস আজ; মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের দিন। গর্ভধারণ থেকে প্রসব, অবর্ণনীয় যন্ত্রণা, তারপর তিলেতিলে সন্তানকে লালন-পালন। এমনকি সন্তান বড় হয়ে গেলেও মঙ্গল কামনায় থাকে না কোনো কমতি।

এমন মমতাময়ীর জন্য সন্তানের ভালোবাসা চিরন্তন, এই ভালোবাসা প্রতিদিনের, প্রতি মুহূর্তের। তারপরও একটি দিন বিশেষভাবে মাকে সম্মান-ভালোবাসা জানাতেই মা দিবসের প্রচলন। মা দিবস পালনের রীতি শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯১৪ সাল থেকে মে মাসের দ্বিতীয় রোববার পালন করা হয় মা দিবস হিসেবে। এ দিনটিতে মায়ের সাথে সময় কাটিয়ে আর উপহার দিয়ে মা’কে শ্রদ্ধা জানানোর চেষ্টা করে সন্তানেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply