আগামী নির্বাচনে সাংবাদিকরা সুষ্ঠুভাবে কাজ করতে পারবেন: মার্কিন রাষ্ট্রদূত

|

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। (ফাইল ছবি)

আগামী নির্বাচনে সাংবাদিকরা সুষ্ঠভাবে কাজ করতে পারবেন বলে প্রত্যাশা ব্যক্ত করছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (২৪ মে) দুপুরে রাজধানীর ইএমকে সেন্টারে বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন প্রত্যাশা ব্যক্ত করেন মার্কিন রাষ্ট্রদূত।

পিটার হাস বলেন, স্বচ্ছ নির্বাচনের অন্যতম শর্ত হলো গণমাধ্যমের স্বাধীনতা বা খবর প্রকাশের স্বাধীনতা। আগামী নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু-নিরপেক্ষ এবং স্বচ্ছ হবে, এমনটাই আশা করছে এলাকার সাধারণ মানুষ ও যুক্তরাষ্ট্র। যার অনেকটাই নির্ভর করছে গণমাধ্যমের স্বাধীনতার উপর।

এ সময়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। তার মতে এসব কারণে পিছিয়ে পড়ছে সাংবাদিকতা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply