‘ইভিএমে ত্রুটি পেলে দশ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল’

|

সংবাদ সম্মেলনে বক্তব্যরত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ইভিএমে ত্রুটি পেলে দশ মিলিয়ন ডলার উপহার দেয়ার তথ্য ভুল বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার (২৪ মে) সকালে সিইসির অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম নিয়ে এখনও আস্থায় আসেনি ইলেকশন কমিশন। আরও কয়েক দফা বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন তারা।

সিইসি আরও বলেন, প্রহসনের নির্বাচন করবে না বর্তমান নির্বাচন কমিশন। দিনের ভোট দিনে দিনেই হবে বলে জানান তিনি।

এর আগে, মাদারীপুরে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনিসুল হক বলেছিলেন, ইভিএম এ ত্রুটি প্রমাণ করতে পারলে দশ মিলিয়ন ডলার উপহার দেয়া হবে। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত থাকলেও এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply