৩১ মে’র পরিবর্তে হজের প্রথম ফ্লাইট ৫ জুন: ধর্ম মন্ত্রণালয়

|

ফাইল ছবি।

৩১ মে’র পরিবর্তে হজ ফ্লাইট শুরু হচ্ছে ৫ জুন। সোমবার (২৩ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি কর্তৃপক্ষের সাথে আলোচনার প্রেক্ষিতে আগামী ৩১ মে হতে হজ ফ্লাইট শুরুর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এ বিষয়ে সকল ধরনের প্রস্তুতিও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে গ্রহণ করা হয়। কিন্তু সৌদি কর্তৃপক্ষের প্রতিনিধি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে এসে জানান, ‘রুট টু মক্কা ইনিশিয়েটিভ’র ৪০ জনের সৌদি টিম আগামী ২ জুনের আগে ঢাকা আসতে পারবে না। তাই ৫ জুনের পূর্বে ঢাকা হতে হজযাত্রীদের প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব হবে না। তাই বাংলাদেশের হজযাত্রীদের প্রত্যাশা অনুযায়ী প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের জন্য ডেডিকেটেড ফ্লাইট এবং ঢাকায় প্রি-এরাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করার স্বার্থে ৩১ মে’র পরিবর্তে ৫ জুন শুরু করা প্রয়োজন।

প্রসঙ্গত, নিবন্ধনসহ অন্যান্য কার্যক্রম শেষ হয়নি বলে কয়েকদিন আগেই দেখা দিয়েছিল হজযাত্রায় বিলম্বের শঙ্কা। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব)’র সভাপতি শাহাদাত হোসাইন তসলিম জানিয়েছিলেন, হজ ফ্লাইট পেছাতে সংশ্লিষ্ট দফতরে চিঠি দিয়েছেন তারা।

/এম ই 


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply