মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি; নেয়া হচ্ছে সিঙ্গাপুরে

|

মির্জা আব্বাস। ফাইল ছবি।

পাকস্থলীর সমস্যা নিয়ে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। হার্টের সমস্যাসহ নানা রোগে আক্রান্ত তিনি। আগামীকাল মঙ্গলবার (২৪ মে) সকালে তাকে সিঙ্গাপুর নেয়া হবে।

কয়েকদিন যাবত পাকস্থলীর সমস্যার কারণে মুখে কিছু খেতে পারছেন না মির্জা আব্বাস। তাকে স্যালাইনের মাধ্যমে নিউট্রিশন দেয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তার আলট্রাসনোগ্রামসহ বিভিন্ন পরীক্ষা করা হয়েছে। এগুলো করার পরই উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়ার সিদ্ধান্ত হয়েছে। মূলত গ্যাস্ট্রিকের সমস্যার কারণে পেট ব্যথা ও পেট ফুলে যাওয়াসহ নানা সমস্যায় ভুগছেন আব্বাস।

উল্লেখ্য, গত ১৭ মে ভোরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মির্জা আব্বাস। সেদিনই তাকে হাসপাতালে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের নেতা-কর্মীরা।

আরও পড়ুন: যাকে তাকে পুলিশি প্রটোকল দেয়ার বিষয়ে গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: আইজিপি

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply