হিটলারের শাসনের চেয়েও নিকৃষ্ট মোদি সরকারের কার্যক্রম: মমতা

|

ছবি: সংগৃহীত

হিটলারের শাসনের চেয়েও নিকৃষ্ট বিজেপি সরকারের কার্যক্রম। সোমবার (২৩ মে) নরেন্দ্র মোদি প্রশাসনের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী

কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলোর কাজে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে এ কথা বলেন তিনি। মমতা বলেন, এজেন্সি দিয়ে শাসন চালাচ্ছে সরকার। যেখানে পারছে ঘরবাড়ি ভাঙছে। আমাদের না জানিয়ে ঘরবাড়ি ভাঙছে। এরকম নিম্নমানের কাজ হিটলার, মুসোলিনি কিংবা স্ট্যালিনও করেনি। দেশটাকে বিক্রি করে দিচ্ছে তারা। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করা হচ্ছে। তদন্ত সংস্থাগুলোর কাজে হস্তক্ষেপ বন্ধ ও রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে তাদের ব্যবহার বন্ধের আহ্বান জানান এ নেত্রী। এজেন্সিগুলো স্বায়ত্তশাসনের পক্ষেও জোর দাবি জানান তিনি।

সম্প্রতি, সারদা কেলেঙ্কারি ও গরু পাচারসহ বহু অনৈতিক কর্মকাণ্ডে নাম জড়িয়েছে মমতার ভাতিজাসহ তৃণমূলের বহু নেতকর্মীর। কেন্দ্রীয় এজেন্সির তদন্তের পর জেলেও গেছেন একাধিক নেতা। এটি কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যমূলক পদক্ষেপ বলে অভিযোগ করেন মমতা। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া।

আরও পড়ুন: কারাগার ভেঙে পালানো সেই ৬ ফিলিস্তিনিকে ৫ বছরের কারাদণ্ড

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply