বিএসএমএমইউতে মাঙ্কিপক্স শনাক্ত হয়নি, কোনো একটি পক্ষ গুজব ছড়িয়েছে: ভিসি

|

ফাইল ছবি


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) কোনো মাঙ্কিপক্সের রোগী পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, বিএসএমএমইউতে মাঙ্কিপক্স শনাক্ত হয়নি, কোনো একটি পক্ষ গুজব ছড়িয়েছে।

সোমবার (২৩ মে) সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া সহকারী সুব্রত মণ্ডল এক বার্তায় জানিয়েছেন, সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে নোয়াখালীর সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. আসিফ ওয়াহিদের বরাতে এমন গুজব ছড়ানো হচ্ছে বলে জানা যায়। খোঁজ নিয়ে জানা গেছে এই নামের কেউ নেই আর বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগে এমন রোগী আসেনি।

/এসএইচ



সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply