গোটা দেশ এবং জাতির জন্য ২৫ মে ইসলামাবাদে অপেক্ষায় থাকবো: ইমরান

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সমাবেশ এবং পদযাত্রার ডাক দিলেন দেশটির সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান। রোববার (২২ মে) রাতে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান ইমরান।

ইমরান খান বলেন, গোটা দেশ এবং জাতির জন্য ২৫ মে ইসলামাবাদে অপেক্ষায় থাকবো। সবাইকে বেলা তিনটার মধ্যে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি। শর্ত না মানা পর্যন্ত, রাজধানী ছাড়বো না আমরা। আমাদের একটাই দাবি, পার্লামেন্ট বিলোপ করুন। শিগগিরই ঘোষণা করুন নির্বাচনের তারিখ। পাকিস্তানে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে সরকার গঠন করুন।

আরও পড়ুন: ইউক্রেনের আদালতে রুশ সেনার যাবজ্জীবন কারাদণ্ড

গত এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে নানা নাটকীয়তা শেষে অনাস্থা ভোটে প্রধানমন্ত্রীত্ব হারান ইমরান খান। পরে প্রধানমন্ত্রী নির্বাচিত হন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। ক্ষমতাচ্যুত হওয়ার পরই দেশের বিভিন্ন শহরে সমাবেশ করছেন ইমরান। তার পিটিআই সমর্থকরা তাতে যোগ দিলেও এবার গোটা জাতিকে সরব হওয়ার ডাক দিলেন ইমরান। সূত্র: পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply