শপথ নিলেন অস্ট্রেলিয়ার নব-নির্বাচিত প্রধানমন্ত্রী

|

অস্ট্রেলিয়ার নব-নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নব-নির্বাচিত অ্যান্থনি অ্যালবানিজ।

সোমবার (২৩ মে) অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় তাকে শপথ বাক্য পাঠ করান দেশটির গভর্নর জেনারেল ডেভিড হার্লি। এদিন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ছাড়াও শপথ গ্রহণ করেন, পররাষ্ট্রমন্ত্রী পেনি ওংসহ বেশ কয়েকজন মন্ত্রী।

গত ৯ বছর ধরে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে বিরোধী দলের আসনে ছিলো লেবার পার্টি। শনিবারের জাতীয় নির্বাচনে ক্ষমতায় থাকা স্কট মরিসনকে পরাজিত করেন ৫৯ বছর বয়সী অ্যান্থনি অ্যালবানিজ। তবে এখনও আসেনি চূড়ান্ত ফলাফল। চলছে ডাকযোগে আসা ৩০ লাখ ভোটের গণনা, গঠন করতে হতে পারে জোট সরকার।

এদিকে, সোমবার (২৩ মে) প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর প্রথম বিদেশ সফরে জাপানের উদ্দেশ্যে রওনা দেন নব-নির্বাচিত প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, নরেন্দ্র মোদিসহ অন্যান্য বিশ্ব নেতাদের সাথে সাক্ষাৎ করবেন তিনি।

এর আগে, রোববার (২২ মে) জাতির উদ্দেশে দেয়া বক্তব্যে, অস্ট্রেলিয়ার জলবায়ু নীতিতে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দেন নব-নির্বাচিত এই অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply