ফিলিপাইনে যাত্রীবোঝাই জাহাজে অগ্নিকাণ্ডে নিহত ৭

|

ফিলিপাইনে যাত্রীবোঝাই জাহাজে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২৩ জন। আহত চিকিৎসাধীন বেশ কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। খবর রয়টার্সের।

সোমবার (২৩ মে) স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় যাত্রীবোঝাই জাহাজে এ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফিলিপাইনের কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, ছোট আকারের জাহাজটিতে ১২৪ জন যাত্রীসহ ১০ জন ক্রু ছিলেন। দেশটির রিয়েল কুয়েজন প্রদেশের বন্দরে পৌঁছানোর একটু আগে নৌযানটিতে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে পাঁচ জন নারী এবং দু’জন পুরুষের মরদেহ পেয়েছে কোস্টগার্ড। আরও ১২০ আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে।

কোস্টগার্ড বিবৃতিতে আরও জানায়, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। এ ছাড়া ঘটনা তদন্ত করছে পুলিশ।

এর আগে ১৯৮৭ সালে রাজধানী ম্যানিলার দক্ষিণে মিন্ডোরো দ্বীপের কাছে একটি যাত্রীবাহী ফেরির সাথে তেল ট্যাঙ্কারের সংঘর্ষে প্রায় পাঁচ হাজার মানুষ মারা যায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply