নাইজেরিয়ায় নিখোঁজের ১ সপ্তাহ পর পার্কে মিললো এমপির মাথা

|

মাত্র ১ সপ্তাহ আগে নাইজেরিয়ার এক আইনপ্রণেতা তার সহযোগীসহ নিখোঁজ হওয়ার পর নাইজেরিয়ার পুলিশ একটি পার্ক থেকে তার মাথা উদ্ধার করেছে। এ ঘটনার জন্য বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করছে সেদেশের সরকার। রোববার (২২ মে) নাইজেরিয়ার পুলিশ এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর এনডিটিভির।

সেদেশের আনামব্রা রাজ্যের পুলিশের মুখপাত্র তোচুকউ ইকেঙ্গা জানিয়েছেন, বিধায়ক ওকেচুকউ ওকোয়ে এবং তার সহযোগী ১৫ মে নিখোঁজ হয়েছিলেন। শনিবার রাতে এননিউই দক্ষিণ স্থানীয় সরকার এলাকার একটি পার্ক থেকে তার মাথা উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের মুখপাত্র আরও জানান, নিখোঁজ সংসদ সদস্যের মাথা স্থানীয় নোবি রোডের ধারে পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ। এছাড়া ইতোমধ্যেই আনামব্রা রাজ্য সরকার খুনিকে ধরিয়ে দিতে ১০ মিলিয়ন নাইজেরিয়ান মুদ্রার পুরস্কারও ঘোষণা করেছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply