নদনদীর পানি কিছুটা কমেছে সিলেটে, বাড়ি ফিরছেন নগরবাসী

|

সিলেটের সুনামগঞ্জে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি।

সিলেট ব্যুরো:

নদনদীর পানি কমতে থাকায় সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। নগরীর আশ্রয়কেন্দ্রগুলো থেকে মানুষ বাড়ি ফিরতে শুরু করলেও উপজেলাগুলোতে আশ্রয়কেন্দ্রে এখনো অনেক বানভাসি অবস্থান করছে। সিলেটের ১৩ উপজেলার মধ্যে ১১টিতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি কিছুটা কমলেও অপরিবর্তিত রয়েছে জকিগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি। তবে সুনামগঞ্জে বন্যার পানি কমায় কিছুটা স্বস্তি মিলেছে।

এদিকে, সোমবারও (২৩ মে) অমলশীদে বন্যা প্রতিরক্ষা বাঁধের ভাঙন এলাকা দিয়ে পানি প্রবেশ করছে। নতুন করে বন্যা কবলিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলায়। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারার পানিও অমলশীদ পয়েন্টে বিপদসীমার অনেক ওপরে রয়েছে। নগরীতে পানি নামা শুরু হওয়ায় অনেকে আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে।

এদিকে, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সুনামগঞ্জে। জেলার ছাতক, দোয়ারাবাজার ও সদর উপজেলার নিমজ্জিত এলাকাগুলো থেকে পানি নামতে শুরু করেছে। সুরমা নদীর পানি আরও ২০ সেন্টিমিটার কমেছে। এতে বিপদসীমার ২২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। তবে এখনও অনেক এলাকায় দুর্ভোগ কমেনি। ভারী বৃষ্টিপাত বন্ধ থাকলেও হাওর তীরবর্তী গ্রামগুলোতে এখনো অনেক মানুষ পানিবন্দি, বন্যা পরবর্তী রোগ বালাই দেখা দেয়ার শঙ্কা বাড়ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply