একদিনে আরও ১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু নেই

|

ছবি: প্রতীকী

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছেন আরও ১৬ জন। এ নিয়ে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১৯ লাখ ৫৩ হাজার ২৩৩ জনে। এদিন নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৭৩৬টি।

রোববার (২২ মে) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিন করোনায় কারও মৃত্যু হয়নি বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির হিসেব অনুযায়ী, পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার শূন্য দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২১৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ১৯ লাখ ৯৬৪ জন।

প্রসঙ্গত, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply