মাঙ্কিপক্স নিয়ে সতকর্তা জারি হলো আখাউড়া স্থলবন্দরে

|

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

আফ্রিকা, ইউরোপ ও আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কি ভাইরাস বা মাঙ্কিপক্স ছড়িয়ে পড়ছে। এর বিরুদ্ধে সতর্কতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মাঙ্কিপক্স সংক্রমণ প্রতিরোধে আখাউড়া স্থলবন্দরে সতকর্তা জারি করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (২২ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) প্রফেসর আহমেদুল কবির মাঙ্কিপক্সের বিষয়ে ভার্চ্যুয়ালি এ নির্দেশনা দিয়েছেন। রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে মাঙ্কিপক্স প্রতিরোধের নিয়মাবলি সম্পর্কে চিঠিও দেয়া হয়েছে বলে জানান তিনি।
 
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ আরও জানান, আখাউড়া স্থলবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হবে। যেসব দেশে এ রোগ শনাক্ত হচ্ছে সেসব দেশ থেকে যারা আসছে তাদের ব্যাপারে সতকর্তা অবলম্বন করা হবে। যদি তাদের কারো শরীরে এই রোগ পাওয়া যায় সংক্রমণব্যাধি হাসপাতালে পাঠানো হবে। যেহেতু এটা নতুন রোগ তাই সকলকে সতর্ক হতে হবে। আমাদের সংক্রমণব্যাধি হাসপাতালগুলো প্রস্তুত আছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply