যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ পাচ্ছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা

|

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের দেয়া হচ্ছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ। শনিবার (২১ মে) থেকে সিয়াটলের ওয়াশিংটন মেডিকেল সেন্টারে শুরু হয় এ কর্মসূচি। খবর সিএনবিসির।

গত সপ্তাহে, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রক সংস্থা- CDC এর দেয়া এ বিষয়ক ছাড়পত্রে জানা যায়, পূর্ণাঙ্গ টিকাপ্রাপ্তির পাঁচ মাস পর এ বয়সী শিশুরা গ্রহণ করতে পারবে বুস্টার। সেক্ষেত্রে, ফাইজার-বায়োএনটেক প্রতিষ্ঠানের ভ্যাকসিনকেই গুরুত্ব দিয়েছেন স্বাস্থ্যবিদরা।

প্রসঙ্গত, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ২৯ শতাংশ শিশু পেয়েছে করোনা প্রতিরোধক দুই ডোজ টিকা। দেশটিতে চলতি মাসেই, করোনায় প্রাণহানি ছাড়িয়েছে ১০ লাখের মাইলফলক। ভ্যাকসিনের সহজলভ্যতা অনুসারে কমছে না সংক্রমণ।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply