হাজী সেলিমের জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

|

হাজী সেলিম। ফাইল ছবি।

দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত হাজী সেলিম এমপির জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে, দুর্নীতি দমন কমিশনের মামলায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে যে কোনো শর্তে জামিন চেয়েছিলেন আলোচিত এমপি হাজী মোহাম্মদ সেলিম।

রোববার (২২ মে) বেলা ৩টার দিকে কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে আদালতে আসেন হাজী সেলিম। পরে সেখান থেকে বিশেষ জজ আদালত-৭ এর বিচারক শহিদুল ইসলামের আদালতে উপস্থিত হন হাজী সেলিম।

এর আগে, সকালে তার আইনজীবী জামিন আবেদন করেন। এছাড়া কারাগারে উন্নত চিকিৎসা ও প্রথম শ্রেণির ডিভিশন চেয়ে আরও দুটি আবেদন করা হয়। দুর্নীতির মামলায় হাজি সেলিমের ১০ বছর সাজা বহাল রেখে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয় ১০ ফেব্রুয়ারি। অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। ২ মে দণ্ড মাথায় নিয়েই থাইল্যান্ড গেলে তা আলোচনা-সমালোচনার জন্ম দেয়। ৫ মে দুপুরে দেশে ফিরে আসেন পুরান ঢাকার আলোচিত এই সংসদ সদস্য।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply