স্কট মরিসনকে হারিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার নেতা অ্যালবানিজ

|

স্কট মরিসন ও অ্যান্থনি অ্যালবানিজ।

অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে পরাজয়ের পথে প্রধানমন্ত্রী স্কট মরিসনের কনজারভেটিভ জোটের। অ্যান্থনি অ্যালবানিজ নেতৃত্বাধীন লেবার পার্টির সরকার গঠন এক প্রকার নিশ্চিত বলে জানিয়েছে গণমাধ্যমগুলো। যদিও সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও অন্তত ৪টি আসনে জয়লাভ করতে হবে তাদের।

নয় বছর ধরে বিরোধী দল থাকা লেবার পার্টির ওপর এবার ভরসা রেখেছেন দেশটির ভোটাররা। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বলছে, বেসরকারি ফলাফলে জয়ী হয়েছে লেবার পার্টি। ফলে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসতে যাচ্ছেন লেবার পার্টি নেতা অ্যান্থনি অ্যালবানিজ। তবে এখনও নিশ্চিত হওয়া যায়নি একক সরকার করবে লেবার পার্টি, নাকি জোট গঠন করতে হবে তাদের।

সব ঠিকঠাক থাকলে অ্যালবানিজই হতে যাচ্ছেন প্রথম ইতালিয়ান-অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী। তার ‘আধুনিক অস্ট্রেলিয়া’ গড়ার অঙ্গীকার ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এছাড়া, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও সমকামীদের অধিকার নিয়ে বেশ সোচ্চার এই লেবার নেতা।

এর আগে, স্থানীয় সময় সিডনির দুই কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী স্কট মরিসন ও বিরোধী নেতা অ্যান্থনি অ্যালবানিজ। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছিলো জনমত জরিপে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply