সালাহকে হারিয়ে গোল্ডেন বুট পাচ্ছেন মেসি?

|

লিয়োনেল মেসিকে নিয়ে নতুন কিছু বলার নেই। বার্সেলোনার লিগ জয়ের অন্যতম নায়ক তিনি। বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড় চলতি মওসুমে প্রায় প্রতি ম্যাচেই গোল করে চলেছেন। যার ফল, লা লিগায় শীর্ষ গোলদাতার তালিকায় তিনি। ৩৪টি গোল রয়েছে তার নামের পাশে। ফলে এই মুহূর্তে ইউরোপিয়ান লিগগুলি মিলিয়ে সবচেয়ে বেশি গোল তাঁর ঝুলিতে।

অবশ্য এক মাস আগেও কিছুটা চাপে ছিলেন মেসি। যার কারণ, মুহাম্মদ সালাহ। চলতি মওসুমে তাকে বিশ্বের সেরা খেলোয়াড় হিসাবে ধরছেন অনেকেই। লিভারপুলের হয়ে ইংলিশ লিগ না জিততে পারলেও ৩১টি গোল করে রয়েছেন শীর্ষে। দলকে ইতোমধ্যেই নিয়ে গিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।

তবে মার্চের শেষ এবং এপ্রিলের শুরু অবধি অবশ্য সেই রকম ফর্মে পাওয়া যায়নি সালাহকে। গোলের সংখ্যা মাত্র তিন। সেখানে মেসি করেছেন আটটি। তাই এই লড়াইয়ে ফের প্রবল ভাবে ফিরে এসেছেন মেসি। সর্বশেষ পরিস্থিতি যা তাতে পঞ্চমবারের জন্য ইউরোপিয়ান গোল্ডেন বুটের মালিক হতে চলেছেন মেসি।

কারণ লা লিগার এখনও দু’টি ম্যাচ খেলা বাকি বার্সেলোনার। সেই দিক দিয়ে লিভারপুল রবিবারই ঘরের মাঠে লিগের শেষ ম্যাচ খেলতে নামছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply