খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত, বন্ধ বিদ্যুৎ সরবরাহ

|

ঝড়ের দাপটে রাস্তায় গাছ উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন।

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে কালবৈশাখী ঝড়ে গাছপালা উপড়ে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। একইসাথে বিদ্যুতের লাইন ছিড়ে পড়ায় বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহও।

শনিবার (২১ মে) সকাল পৌনে ৮টার দিকে আকস্মিক ঝড়ে জেলার গুইমারা থানা ও ডাক্তার টিলা এলাকায় সড়কের উপর গাছ উপড়ে পড়ে। এতে খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা গাছ কেটে রাস্তা পরিষ্কার করলে প্রায় ১ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে, সকাল সাড়ে ৭টার দিকে আকস্মিক বৃষ্টি ও দমকা বাতাসে পানছড়ির বিভিন্ন এলাকায় ফলজ ও বনজ গাছ ভেঙে পড়ে পানছড়ি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীরা নিজ উদ্যোগে গাছ কেটে রাস্তা পরিষ্কার করলে প্রায় ২ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

এছাড়া কয়েকটি স্থানে বিদ্যুতের লাইন ছিড়ে পড়ায় সকাল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) জেলা শহরসহ কয়েকটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply