অস্ট্রেলিয়ায় চলছে ভোটগ্রহণ; জরিপে এগিয়ে বিরোধী দল

|

অস্ট্রেলিয়ার দুই প্রধানমন্ত্রী পদপ্রার্থী স্কট মরিসন ও অ্যান্থনি আলবানেস। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। শনিবার (২১ মে) স্থানীয় সময় সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

সিডনির দুই কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন ও বিরোধী নেতা অ্যান্থনি অ্যালবানিজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে জনমত জরিপে। ক্ষমতাসীন কনজারভেটিভ জোটের তুলনায় সামান্য ব্যবধানে এগিয়ে নয় বছর বিরোধীর আসনে থাকা লেবার পার্টি। তবে ভোটের ব্যবধান গড়ে দিতে পারে পরিবেশবাদী স্বতন্ত্র প্রার্থীরাও। ঝুলন্ত পার্লামেন্টের সম্ভাবনাও দেখছেন বিশেষজ্ঞরা।

নির্বাচনী প্রচারণায় শুরু থেকে মধ্য বামপন্থী লেবাররা এগিয়ে থাকলেও, শেষ দিকে অনেকটা এগিয়েছে মরিসনের দল। শনিবার সন্ধ্যা নাগাদই মিলতে পারে প্রাথমিক ফলাফল। তবে চূড়ান্ত ফলের জন্য অপেক্ষা করতে হবে আরও সময়। প্রায় ৩০ লাখ পোস্টাল ভোট গণনায় কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সূত্র: নিউইয়র্ক টাইমস।

আরও পড়ুন: করোনা তহবিলের ২ কোটি টাকা ভুল করে যুবকের অ্যাকাউন্টে, ওড়ালেন জুয়া খেলে

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply