ইউরোপের বৃহত্তম পারমাণবিক কেন্দ্রের কাছে বিক্ষোভে রুশ বাহিনীর হামলা!

|

ছবি: সংগৃহীত

রাশিয়া অধিকৃত ইউক্রেনীয় শহর এনেরহোদারে নিজেদের বসকে অপহরণের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেছে ইউক্রেনের অগ্নিনির্বাপক কর্মীরা। তবে রুশ বাহনী অগ্নিনির্বাপক কর্মীদের মারধর করে বিক্ষোভ হটিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন শহরটির পলাতক মেয়র দিমিত্রো অরলভ। খবর আল জাজিরার।

টেলিগ্রামে অরলভ জানান, নিজেদের বসকে অপহরণের বিরুদ্ধে অগ্নিনির্বাপক কর্মীদের শুক্রবারের (২০ মে) সমাবেশকে ছত্রভঙ্গ করতে রাশিয়া ‘শক্তি প্রয়োগ করেছে’ এবং অগ্নিনির্বাপক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করেছে।

দক্ষিণ ইউক্রেনের এনেরহোদার শহরেই জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত। যেটি ইউরোপের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র। ইউক্রেনের প্রায় এক-চতুর্থাংশ বিদ্যুৎ উৎপাদন করা হয় এখানে। গত মার্চে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এটি দখল করে রুশ বাহিনী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাশিয়াকে সহায়তা করার জন্য বলা হয় প্রধান অগ্নিনির্বাপক কর্মকর্তা ভিটালি ট্রয়েনকে। তবে রাশিয়ানদের সহযোগিতা করতে অস্বীকার করেন ট্রয়েন। পরে তাকে তার অফিস থেকে জোর করে তুলে নেয়া হয়।

আরও পড়ুন: সুইডেন ও ফিনল্যান্ডে হামলা হলে সাহায্য করবে পোল্যান্ড

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply