চেয়েও ছুটি না পেয়ে চাকরি ছাড়লেন নারী, ‘অচল’ গোটা শহর

|

প্রতীকী ছবি

পুরো শহরের সরকারি কাজের দায়িত্ব ছিল এক কেরানির উপর। কাজের চাপে পিষ্ট ওই নারী ছুটি চেয়েও মন গলাতে পারেননি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। তাইতো ক্ষোভে চাকরিই ছেড়ে দিলেন। আর তাতেই বেকায়দায় পড়েছেন ওই শহরের বাসিন্দারা। বন্ধ হয়ে গেছে সরকারি সব কাজ।

এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের পাসাদামকেগ শহরে। ওই নারী কেরানির নাম ক্রিস্টান বুচার্ড। ২০২০ সালের সেপ্টেম্বরে শহরটির কেরানির দায়িত্ব পান তিনি। যেখানে তিনি প্রথমে নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্ব পান।

এরপর শহরের গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণ, যানবাহন নিবন্ধন, উপ–কোষাধ্যক্ষ, পোষা প্রাণীর সনদ দেওয়াসহ নানা কাজ করেন বুচার্ড। এসব কাজের চাপে অতিষ্ঠ হয়ে পড়ছিলেন তিনি। তাইতো প্রশাসনিক কর্তাদের চিঠি লিখে দুই সপ্তাহের ছুটি চেয়েছিলেন তিনি।

তবে, শহর প্রশাসন বুচার্ডের ওই আবেদন বাতিল করে দেয়। এতে ক্ষুদ্ধ হয়ে চাকরিই ছেড়ে দেন বুচার্ড। তিনি চাকরি ছাড়তেই শহরের সব সরকারি কাজ বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ সব নথি কোথায় আছে সেটি খুঁজে পাওয়া যাচ্ছে না। তাছাড়া বন্ধ হয়ে গেছে যানবাহনের সনদ দেয়া। সমাধান হচ্ছে না প্রাণী নির্যাতনেরও। সব মিলিয়ে একপ্রকার অচলই হয়ে গেছে শহরটির কার্যক্রম। যদিও এরই মধ্যে নতুন একজনকে নিয়োগ দিয়ে শহরের কার্যক্রম সচল করার উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র: নিউজউইক।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply