বিএনপিসহ সব রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন: সিইসি

|

রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে নির্বাচন কমিশন কাজ করছে। আগামী নির্বাচন সামনে রেখে শিগগিরই বিএনপিসহ সব রাজনৈতিক দলের সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। একথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার (২০ মে) সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার।

সাংবাদিকদের কাছে প্রধান নির্বাচন কমিশনার জানান, অংশগ্রহণমূলক ভোটের চেষ্টা করে যাবেন তারা। প্রত্যেক ভোটার যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তবেই নির্বাচন অর্থবহ হবে। বর্তমানে দেশে ৪৫৪ জন ট্রান্সজেন্ডারসহ ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন ভোটার আছেন বলেও জানান তিনি।

সিইসি আরও জানান, অর্ধ লাখের বেশি তথ্য সংগ্রহকারী ১৩৯ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য নিচ্ছেন। প্রথমে ১৪০ উপজেলার তথ্য নেয়ার কথা থাকলেও বন্যার কারণে সিলেট জেলার কানাইঘাট উপজেলার তথ্য সংগ্রহ সম্ভব হচ্ছে না। ১৫ বছর কিংবা বেশি বয়সী এবং বাদ পড়াদের নাম তালিকায় তোলা হচ্ছে। টানা ২১ দিন তথ্য সংগ্রহ শেষে শুরু হবে নিবন্ধন। সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে স্বাক্ষর, আঙুলের ছাপ, চোখের আইরিশ এবং ছবি তুলে নিবন্ধন সম্পন্ন করতে হবে। এদের মধ্যে ২০০৫ সাল কিংবা তার আগে যাদের জন্ম তারও দ্বাদশ সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন।

আরও পড়ুন: ১১৬ জনকে ধর্ম ব্যবসায়ী আখ্যা দিয়ে গণকমিশনের অভিযোগের কোনো ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply