ইভিএমের ত্রুটি শনাক্তে জুনের মধ্যেই ডাকা হবে বিশেষজ্ঞ দল: ইসি

|

নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

সিনিয়র করেসপনডেন্ট, মানিকগঞ্জ:

ইভিএমে কোনো ত্রুটি আছে কিনা তা শনাক্তে জুনের মধ্যেই বিশেষজ্ঞ দল ডাকবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলোর সামনেই পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিনার মো. আলমগীর হোসেন। শুক্রবার (২০ মে) দুপুরে মানিকগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সংসদ নির্বাচনে এটি ব্যবহার হবে কিনা তা বিশেষজ্ঞদের মতামতের পরই সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় নির্বাচন কমিশনার বলেন, এই মুহূর্তে ১০০ থেকে ১১০ আসনে ইভিএমে ভোট গ্রহণের সক্ষমতা আছে তাদের। তবে রাজনৈতিক দলগুলোর ইভিএমে আস্থা ফিরলে এই সংখ্যা বাড়ানো হতে পারে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচনে আনা কমিশনের কাজ নয় উল্লেখ করে তিনি আরও বলেন, এটা সরকার এবং রাজনৈতিক দলগুলোর বিষয়। তবে বর্তমান কমিশন সব রাজনৈতিক দলের আস্থা অর্জনে কাজ করছে।

আসন্ন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ভোট কক্ষে সিসি ক্যামেরা থাকবে বলেও জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply