হঠাৎ পা‌নি বৃদ্ধিতে ডু‌বে গেছে দৌলত‌দিয়ার দুই ফে‌রিঘাট, পারের অপেক্ষায় শতশত ট্রাক

|

রাজবাড়ী প্রতিনিধি:

হঠাৎ করেই বেড়েছে পদ্মা নদীর পানি। ফলে রাজবাড়ি-গোয়াল‌ন্দের দৌলত‌দিয়া প্রান্তের ৪ ও ৫ নম্বর ফেরিঘাট দু‌টির পন্টুনের র‍্যাম পানিতে তলিয়ে বন্ধ হয়ে গেছে যানবাহন পারাপার। তবে দীর্ঘ দিন পর চালু হ‌য়ে‌ছে ৬ নম্বর ঘাট‌টি।

শুক্রবার (২০ মে) দুপুর ১২টার দি‌কে এ অবস্থা দেখা যায়। তবে দুপুর পর্যন্ত ঘাট দু‌টির পন্টু‌নের র‍্যাম ওপরে ওঠা‌নোর কার্যক্রম চো‌খে পড়েনি।

এদিকে, ঘাট দু‌টি বন্ধ থাকার কারণে নদী পারের অপেক্ষায় দৌলত‌দিয়া প্রান্তের মহাসড়কে ৫ কি‌লো‌মিটার ও গোয়াল‌ন্দ মো‌ড়ের সড়‌কে প্রায় ৮‌ কি‌লোমিটার সড়‌কে আটকা পড়েছে শতশত পণ্যবাহী ট্রাক। এর মধ্যে অল্প কিছু রয়েছে যাত্রীবা‌হী যানবাহন।

এছাড়া ৭ নম্বর ঘাটের র‍্যামে পানি উঠলেও যানবাহন ওঠা নামা করছে। তবে পানি আরও বৃদ্ধি পেলে এ ঘাট‌টিও বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা কর্তৃপক্ষের। পানি ওঠার সম্ভাবনা রয়েছে ৩ নম্বর ঘাটেও।

সরেজমিনে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি ৮০ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় দৌলত‌দিয়া ৪ ও ৫ নম্বর ফেরিঘাটের পন্টু‌নের র‍্যাম ডুবে যানবাহন পারাপার বন্ধ রয়েছে। বর্তমানে দৌলত‌দিয়া প্রান্তের ৭টি ঘাটের মধ্যে সচল রয়েছে ৩, ৬ ও ৭ নম্বর ঘাট। এছাড়া পন্টু‌নের র‍্যাম তলিয়ে যাওয়ায় ৪ ও ৫ নম্বর এবং দীর্ঘ কয়েকবছর ধরেই বন্ধ রয়েছে ১ ও ২ নম্বর ফেরিঘাট।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply