‘আইন মেনেই অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার অধিদফতর’

|

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

আইন মেনেই জনস্বার্থে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ শুক্রবার (২০ মে) সকালে মিরপুর ৬ নং কাঁচাবাজারে অভিযান শেষে এমনটি জানিয়েছেন অধিদফতরের উপপরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

তিনি বলেন- খুচরা বাজারে মাছ, মাংস, সবজিসহ সকল পণ্যের মূল্য তালিকা থাকা বাধ্যতামূলক। কিন্তু এই নির্দেশনা মানছেন না বেশিরভাগ ব্যবসায়ী। তাই নিয়মিত অভিযানের মধ্য দিয়ে ভোক্তার স্বার্থে সতর্ক করা হচ্ছে। যারা বারবার আইন লঙ্ঘন করছে এবং বাজারে অস্থিরতা ও কৃত্রিম সঙ্কট তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে যাবে বিএনপি: নানক

এ সময় অভিযানে মিরপুর ৬ নং কাঁচাবাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়। পুনরায় সোমবার সেখানে অভিযান পরিচালনার ঘোষণাও দেন মনজুর শাহরিয়ার। কয়েকটি দোকানকে দুয়েক হাজার টাকা করে জরিমানাও করা হয়।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply