ফিলিস্তিনি সাংবাদিক হত্যাকাণ্ডের কোনো তদন্ত করবে না ইসরায়েল

|

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহ্ হত্যাকাণ্ড তদন্তের কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই, বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বৃহস্পতিবার ইসরায়েলি গণমাধ্যম- হারেৎজের বরাতে এ তথ্য প্রকাশ করে আলজাজিরা। একই খবর নিশ্চিত করেছে জেরুজালেম পোস্টও।

বৃহস্পতিবার (১৯ মে) এ সংক্রান্ত প্রকাশিত খবরের সূত্রে জানা যায়- ইসরায়েলি সেনাবাহিনীর তদন্ত বিভাগ মনে করছে যে, এ হত্যাকাণ্ডে ইসরায়েলি সেনাদের অভিযুক্ত করলে ইহুদি সমাজে বিরুপ প্রভাব পড়বে; তৈরি হবে বিভাজন। তাই, তারা এ হত্যাকাণ্ডের তদন্তের ব্যাপারে কিছু ভাবছে না।

এদিকে নিহত আলজাজিরা সাংবাদিক শিরিন আবু আকলেহের পরিবার বলছে, ইহুদি প্রশাসনের কাছে এটাই প্রত্যাশিত, ওরা এমনই। ওদের কাছে বিচার আশা করি না। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

প্রসঙ্গত, গত বুধবার, জেনিন আশ্রয়কেন্দ্রে ইসরায়েলের সন্ত্রাসবাদ বিরোধী অভিযান চলাকালে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা যান ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আকলেহ। আহত অবস্থায় ৫১ বছর বয়সী আলজাজিরার এই সাংবাদিককে হাসপাতালে নেয়া হলে, তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা কর্তব্যরত চিকিৎসকরা। ইতোমধ্যে, এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply