সংবাদ পরিবেশনের সময় উপস্থাপিকাদের সম্পূর্ণ মুখ ঢাকতে হবে: তালেবান

|

সংবাদ উপস্থাপিকাদের ব্যাপারে নতুন নির্দেশনা জারি করলো তালেবান

সংবাদ পরিবেশনের সময় উপস্থাপিকাদের সম্পূর্ণ মুখ ঢাকতে হবে- এই মর্মে আফগানিস্তানে নতুন ডিক্রি জারি করেছে তালেবান। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার (১৯ মে) এক বিবৃতিতে তালেবানের নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র আকিফ মুহাজির জানান, এরই মধ্যে সব টেলিভিশন চ্যানেলের কাছে পৌঁছে গেছে এ বার্তা। তাদের নারী কর্মীদের ‘অন এয়ার’ বা খবর পরিবেশনের সময় মুখ ঢাকার নির্দেশ দেয়া হয়েছে।

তালেবানের দাবি, টেলিভিশনের মাধ্যমে সহজে তৃণমূলের কাছে বার্তা পৌঁছানো যায়। তাই, উপস্থাপিকারা হতে পারেন সমাজের জন্য দৃষ্টান্তমূলক উদাহরণ।

প্রসঙ্গত, হিজাব পরিধান এবং সম্পূর্ণ শরীর ঢাকা বোরকা পরার যে ডিক্রি তালেবান জারি করেছিলো তারই ধারাবাহিকতায় এলো এ ঘোষণা। আফগান নারীরা সাধারণত বোরকা বা স্কার্ফ ব্যবহার করেন; তবে- সবাই পুরো চেহারা ঢাকেন না। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের প্রথম শাসনামলেও নারীদের পোশাকের বিষয়ে এমন কঠোর অবস্থানে ছিলো সংগঠনটি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply