আসামে প্রলয়ংকারী বন্যায় নিহত ৯, পানিবন্দি ৭ লাখের বেশি মানুষ

|

ছবি: সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে প্রলয়ংকারী বন্যায় এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু নিশ্চিত করা হলেও, এখনও নিখোঁজ অনেকে। পানিবন্দি অবস্থায় দিনি কাটাচ্ছেন রাজ্যের ৭ লাখের বেশি মানুষ। খবর এনডিটিভির।

শুক্রবার (২০ মে) এক বিবৃতিতে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় নিশ্চিত করে এ তথ্য।

বিবৃতি অনুসারে, এবারের বন্যায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে নাগাও জেলা। সেখানে, জলাবদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন দুই লাখ ৯০ হাজারের মতো মানুষ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা, অপর্যাপ্ত ত্রাণ সহযোগিতা।

এরপরই রয়েছে- চাঁচাড়, হোজাই, দারাং ও বিশ্বনাথ জেলা। প্রবল বন্যার তোড়ে ভেঙ্গেছে এসব এলাকার বহু ঘরবাড়ি ও স্থাপনা। পানিবন্দি লাখ-লাখ মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী ও বিশেষ বাহিনী- এনডিআরএফ।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত রাজ্যের ১৩৫টি আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে ৪৮ হাজারের বেশি মানুষকে। তাছাড়া, ১১৩টি কেন্দ্র থেকে প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ সামগ্রী বণ্টন করছেন স্বেচ্ছাসেবীরা।

জানা গেছে, দুর্গত এলাকাগুলোতে দেড়শ কোটি রুপি সহায়তা দিতে যাচ্ছে রাজ্য সরকার। অন্যদিকে, বন্যা দুর্গতদের ত্রাণ ও পূর্নবাসনে হাজার কোটি রুপির তহবিল গঠন করেছে দেশটির কেন্দ্রীয় প্রশাসন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply