১১ জনই যদি সেঞ্চুরি করে তাহলে রান হবে ১১০০: মুমিনুল

|

মুমিনুল হক। ফাইল ছবি।

জয়ের সম্ভাবনা জাগিয়েও শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে ড্র করেছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা দুই ইনিংসে নামতে পারলেও বাংলাদেশ খেলেছে একটি ইনিংস। চট্টগ্রামের এই উইকেট ছিল ব্যাটিংস্বর্গ। ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে শ্রীলঙ্কা করে ৩৯৭ রান। ১৯৯ রান করেন অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস। হাফ সেঞ্চুরি করেছেন আরও দুইজন।

প্রথম ইনিংসে লঙ্কানদের ৩৯৭ রানের জবাবে বাংলাদেশ করে ৪৬৫ রান। তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি ছাড়াও হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন আরও দুইজন। তবে এমন উইকেটেও রানের দেখা পাননি বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। আগের চার ইনিংসে মতো এবারও এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। সর্বশেষ তিন টেস্টে তার রান মোটে ১৫।

তাই অধিনায়কের ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে। যদিও নিজের ব্যাটিং ফর্ম নিয়ে চিন্তিত নন মুমিনুল। বলেন, সত্যি বলতে আমার ব্যাটিং নিয়ে এতটা চিন্তিত না আমি।

আরও পড়ুন: আইপি‌এলের প্লেঅফ নিশ্চিত দুই দলের, বাকি ২ জায়গার জন্য লড়ছে ৫ দল

মুমিনুল আরও বলেন, আসলে একটা দলে সবার পারফর্ম করা কঠিন। তাই না? দলের ১১ জনই যদি সেঞ্চুরি করে তাহলে তো ১১০০ রান হবে। ক্রিকেট খেলাটাই এরকম। ২-৩ জন পারফর্ম করবে, বড় ইনিংস খেলবে। এটা হতেই পারে।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply