ছবিতে কোন ভুল চোখে পড়লো আপনার? অনেকেই ব্যর্থ হয়েছেন

|

ছবি: সংগৃহীত

দৃষ্টিবিভ্রম বা ‘অপটিক্যাল ইলিউশনের’ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে অজস্র। মাঝেমাঝেই সেসব ভাইরাল হয়। ক্ষণিকের মজার জন্য অনেকেই এই ধরনের মজাদার ধাঁধার সমাধান করতে ভালোবাসেন। এবারেও তেমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এই ধাঁধার ছবিটি টুইট করেছেন ভারতের শিল্পপতি হর্ষ গোয়েঙ্কাও। ছবিতে এক থেকে নয় সংখ্যাগুলি ইংরেজি হরফে লেখা রয়েছে। শিল্পপতি নেটিজেনদের কাছে প্রশ্ন ছুড়েছেন, সেই ছবিতে ভুল কোথায়। রঙিন হরফে লেখা সংখ্যাগুলি দেখলে, আদতে ভুল কোথায় সেটা বোঝার উপায় নেই।

অনেকেই একাধিক বার সংখ্যাগুলিতে চোখ বোলালেও ভুলটি বার করতে পারেননি। আপনি দেখুন তো, পারেন কিনা!

নম্বরের মধ্যে কোনও ভুল খুঁজে পেলেন? খুঁজে পাওয়ার কথাও নয়! আসলে নম্বরগুলিতে কোনো ভুল নেই। ভুল রয়েছে নম্বরের উপরের লেখাটিতে। প্রশ্নের মধ্যেই লুকিয়ে রয়েছে উত্তর। বুঝলেন না?

প্রশ্নটি ঠিক করে পড়ুন। লেখা আছে, ‘ক্যান ইউ ফাইন্ড দ্য মিস্টেক?’ না ঠিক পড়লেন না। আসলে লেখা আছে, ক্যান ইউ ফাইন্ড দ্য দ্য মিস্টেক? বাক্যে দু’বার ‘দ্য’ শব্দটি ব্যবহার করা হয়েছে। সেটাই একমাত্র ভুল।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply