গাজীপুর আ. লীগে নতুন নেতৃত্বের আহ্বান জানিয়েছিলেন কাদের, ফের দায়িত্বে পুরোনোরাই

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে নতুন নেতৃত্বের আহ্বান জানিয়েছিলেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে সেই দায়িত্বে পুনরায় সভাপতি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক হিসেবে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মে) গাজীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন চলাকালীন দলটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পুনরায় সভাপতি পদে নির্বাচিত হন আ ক ম মোজাম্মেল হক। তবে প্রতিদ্বন্দ্বিতা করে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন সবুজ।

এর আগে, সকাল ১১টায় ভাওয়াল রাজবাড়ী মাঠে সম্মেলনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডা. আব্দুল রাজ্জাক। এরপর প্রধান অতিথির ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই বক্তব্যে কাদের বলেছিলেন, গাজীপুরে আওয়ামী লীগের বিরোধ চাই না। আপনাদের কাছে অনুরোধ, কাউন্সিলের মাধ্যমে নয়া নেতৃত্ব নির্বাচন করুন। এতে নেতাকর্মীদের মাঝে বহুদিন পর নতুন নেতৃত্ব পাওয়ার আশা জাগে। কিন্তু পরবর্তীতে কমিটি অপরিবর্তিত থাকলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মাঝে হতাশা দেখা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক গাজীপুর-৫ আসনের কাপাসিয়া ওয়ার্ড পর্যায়ের এক নেতা জানান, ১৯ বছর পর গাজীপুরে সম্মেলন অনুষ্ঠিত হলো। এতে আমাদের মধ্যে উৎসব ভাব কাজ করছিল। কিন্তু আজ কমিটি ঘোষণা হওয়ার পরপরই নিজের ভেতরে ক্ষোভ সৃষ্টি হয়েছে। অথচ সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যেও বলা হয়েছিল জেলা কমিটিতে নতুনদের স্থান দেওয়া হোক। ভেবেছিলাম নিজের মনোনীত নেতাই পদ-পদবীতে আসবে। কিন্তু দিনশেষে কিছুই হলো না।

সম্মেলনে আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ও ইকবাল হোসেন সবুজের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মোহাম্মদ সাইদ খোকন, মো. ইকবাল হোসেন অপু এম.পি, সিমিন হোসেন রিমি এম.পি, শামসুন নাহার ভূঁইয়া এম.পি প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর পর আজ বৃহস্পতিবার গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে জেলা আওয়ামী লীগের সম্মেলন।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply