রাক্ষুসে ‘পিরানহা’ মাছ বিক্রির দায়ে জরিমানা

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রির অভিযোগে বাবরু মিয়া (৪৫), ও সাজু মিয়া (৫০) নামের দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিক্রি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাইফুল ইসলামের আদালত ওই জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকালে আখাউড়া পৌর শহরের সড়কবাজারে নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘পিরানহা’ বিক্রিয় করছে ব্যবসায়ীরা এমন সংবাদে মৎস্য বিভাগ অভিযান চালায়। এ সময় ১৩ কেজি ‘পিরানহা’ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে ওই দুই মৎস্য ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply