কিয়েভে পুনরায় চালু হলো মার্কিন দূতাবাস

|

মার্কিন যুক্তরাষ্ট্র কিয়েভে তার দূতাবাস পুনরায় চালু করেছে। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, প্রায় তিন মাস আগে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর আগে আমেরিকান কূটনীতিকদের প্রত্যাহার এবং দূতাবাসের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছিল। খবর আলজাজিরার।

বুধবার (১৮ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে জানিয়েছেন, ইউক্রেনের জনগণ আমাদের  সহায়তায় রাশিয়ার অযৌক্তিক আক্রমণের মুখে তাদের মাতৃভূমিকে রক্ষা করেছে এবং ফলস্বরূপ মার্কিন দূতাবাসে আবারও আমাদের পতাকা উড়ছে।

তিনি আরও জানান, কিয়েভে কর্মরত সকল মার্কিন কর্মচারীদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া দূতাবাসে কর্মরত কর্মীদের নিরাপত্তা প্রটোকল আগের চেয়ে আরও বেশি আধুনিক করা হয়েছে।

এর আগে, ২৪ ফেব্রুয়ারি রাশিয়া কিয়েভ দখলে সর্বাত্মক আক্রমণ শুরু করে এবং রাজধানী দখলের চেষ্টা করে। এজন্য তখন মার্কিন দূতাবাসের কর্মীদের প্রতিবেশী দেশ পোল্যান্ডে স্থানান্তরিত করা হয়েছিল।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply