ইউরোপা জিতলো ফ্রাঙ্কফুর্ট

|

শিরোপা হাতে ফ্র্যাঙ্কফুর্ট খেলোয়াড়দের উল্লাস।


ইউরোপা লিগের এবারের আসরের ফাইনালে রেঞ্জার্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতলো জার্মান ক্লাব আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্ট। এর আগে, নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র ছিলো।

সেভিয়ার মাঠে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধ ছিলো গোলশূন্য ড্র। যেখানে ৫৭ মিনিটে আরিবোর গোলে লিড নেয় স্কটিশ ক্লাব রেঞ্জার্স।

এরপর ৬৯ মিনিটে ফ্র্যাঙ্কফুর্টকে সমতায় ফেরান মাউরি। এরপর নির্ধারিত সময় আর অতিরিক্ত ৩০ মিনিটে কোনো গোল না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে প্রথম ৩ শটে দুই দলই ছিলো সমানে সমান। ৪র্থ শটে গোল করতে ব্যর্থ হন রেঞ্জার্সের অ্যারন রামজি। যার সুযোগ কাজে লাগিয়ে মাউরি ৫ম শট জালে জড়ালে ইউরোপা লিগ শিরোপা ঘরে তোলে ফ্র্যাঙ্কফুর্ট।

প্রসঙ্গত, ১৯৮০ সালে উয়েফা কাপ জয়ের পর এই প্রথম কোনো ইউরোপীয়ান ট্রফি পেলো ফ্র্যাঙ্কফুর্ট। আর দু’বার ফাইনাল খেলেও শিরোপা অধরা রয়ে গেলো রেঞ্জার্সের জন্য।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply