রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তৈরি হতে পারে ভয়াবহ খাদ্য সঙ্কট: জাতিসংঘ মহাসচিব

|

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। (ফাইল ছবি)

রুশ-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তৈরি হতে পারে ভয়াবহ খাদ্য সঙ্কট, বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

বুধবার (১৮ মে) দেয়া এক বিবৃতিতে এ সতর্কতা উচ্চারণ করেন গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব বলেন, মূল্যবৃদ্ধির কারণে এরই মধ্যে খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে দরিদ্র দেশগুলো। ইউক্রেনের খাদ্য রফতানি যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় না গেলে বিশ্বজুড়েই বাড়বে ক্ষুধা ও অপুষ্টি। এমনকি দুর্ভিক্ষের মুখেও পড়তে পারে বিশ্ব, যা চলতে পারে কয়েক বছর পর্যন্ত।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছরের তুলনায় বিশ্ববাজারে খাদ্যমূল্য বেড়েছে প্রায় ৩০ শতাংশ। তবে এই মুহূর্তে খাবারের পর্যাপ্ত মজুত আছে বলেও জানান গুতেরেস।

তিনি বলেন, সম্মিলিত পদক্ষেপ নিলে আপাতত ঠেকানো যাবে সঙ্কট। তবে এখনই সমাধান না করলে খুব দ্রুত তৈরি হবে খাদ্য স্বল্পতা। রাশিয়া, ইউক্রেন, তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সাথে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন বলে জানান জাতিসংঘ মহাসচিব।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply