ডলার নিয়ে আতঙ্কিত না হতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আহ্বান

|

ডলার নিয়ে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বলেছেন, খাদ্য, সার, মূলধনী যন্ত্রাংশ, জ্বালানীসহ গুরুত্বপূর্ণ পণ্য আমদানির ক্ষেত্রে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হচ্ছে।

বুধবার (১৮ মে) সন্ধায় রাজধানীতে নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) মেলার সমাপনী অনুষ্ঠানে গভর্নর আরও বলেন, কার্ব মার্কেটে ডলারের দাম বেশি। কিন্তু এই মার্কেট থেকে কম সংখ্যাক মানুষ ডলার কেনে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ৮৭ টাকা ৫০ পয়সা ডলারের দাম নির্ধারণ করা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় বেশি নেবার কথাও শোনা যাচ্ছে।

গভর্নর বলেন, এই কয়দিনে ৬ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন হলে আরও দেয়া হবে। কিছুদিন কমলেও এখন আবার ৪২ বিলিয়ন ডলার ছুঁয়েছে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক উল্লেখ করে তিনি জানান, সংকট হলে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply