ফরিদপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলাকারী ব্যক্তির টাওয়ার থেকে লাফিয়ে আত্মহত্যা

|

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যানের স্ত্রীকে আহত ও শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত এরশাদ উপজেলার আটরশি টিএন্ডটি টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৮ মে) রাতে উপজেলার আটরশি টিএন্ডটি টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে অভিযুক্ত এরশাদ।

এর আগে, সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান মিজান বয়াতীর বাড়িতে ঢুকে তার স্ত্রী সন্তানকে কুপিয়ে আহত করে এরশাদ নামের ওই ব্যক্তি। পরে হাসপাতালে নেয়ার পথেই মারা যায় চেয়ারম্যানের শিশু সন্তান। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে স্ত্রী।

আরও পড়ুন: কক্সবাজারে ভ্রমণে গিয়ে ‘অতিরিক্ত মদ্যপানে’ তরুণীর মৃত্যু, আটক ২ বন্ধু

জানা যায়, আত্মহননকারী এরশাদ প্রায়ই তার স্ত্রীকে মারধর করতেন। এ নিয়ে অনেকবার গ্রামে শালিস হয়েছিল। ঈদের পর শালিসে রায় তার নিজের পক্ষে না যাওয়ায় ক্ষুব্ধ হয়ে ইউপি চেয়ারম্যনের বাড়িতে হালমা চালায় সে। এ সময় তার তার স্ত্রী ও
শিশু সন্তানকে কুপিয়ে জখম করলে হাসপাতালে নেয়ার পথে ইউপি চেয়ারম্যানের শিশু সন্তান মারা যায় ও গুরুতর আহত অবস্থায় স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply