অতিবৃষ্টি হলে নগরীতে কিছুটা জলাবদ্ধতা হতে পারে: মেয়র তাপস

|

ফাইল ছবি।

অতিবৃষ্টি হলে নগরীতে কিছুটা জলাবদ্ধতা হতে পারে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (১ মে) দুপুরে রাজধানীর শ্যামপুরে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। জানিয়েছেন, খাল, নর্দমা, ড্রেন, বক্স কালভার্ট, ম্যানহোল সবকিছুই সাধ্যমতো পরিষ্কার করা হচ্ছে।

আশা প্রকাশ করে বলেন, নগরীতে এবার জলজট আধাঘণ্টার বেশি স্থায়ী হবে না। বৃষ্টির পানির ধারণ ক্ষমতা খুব বেশি না থাকায় জলজটটা খারাপ আকার ধারণ করে। তাই বৃষ্টির পানির ধারণ ক্ষমতা ও নিষ্কাশনের ব্যবস্থা বাড়ানো হচ্ছে।

কারখানার দূষিত পানি নদী ও খালে যেন না ফেলা হয়, সেজন্য সিটি করপোরেশন ও পরিবেশ অধিদফতর যৌথভাবে কাজ করবে বলে উল্লেখ করেন ডিএসএসসি’র এ মেয়র। কারখানা মালিকদের প্রতি মেয়র আহ্বান জানিয়ে বলেন, দূষিত পানি খাল-নদীতে যেন না ফেলা হয়, তার ব্যবস্থা গ্রহণ করুন, না হলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply