৯৫৯ ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে: রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনের বন্দর শহর মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল প্ল্যান্টে এ সপ্তাহে ৯৫৯ ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে। বুধবার (১৮ মে) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তরফ থেকে এ তথ্য জানানো হয়। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি সংবাদ সম্মেলনে জানায়, গেল ২৪ ঘণ্টায় ২৯ জন আহতসহ মোট ৬৯৪ জন ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে। এছাড়াও ১৬ মে থেকে এ পর্যন্ত মোট ৯৫৯ জন আত্মসমর্পণ করেছে যার মধ্যে ৮০ জন রয়েছে আহত অবস্থায়।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, যেসব সৈন্যদের চিকিৎসার প্রয়োজন তাদের রুশ নিয়ন্ত্রিত অঞ্চলের নভোজভস্ক শহরের একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে কিয়েভ আশা করছে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় যোদ্ধাদের বিনিময় করার। তবে রাশিয়া বন্দি বিনিময়ে অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত করে কিছু জানায়নি।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply