ভারত থেকে গম আমদানিতে নিষেধাজ্ঞা নেই: খাদ্যমন্ত্রী

|

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। ফাইল ছবি।

ভারত থেকে গম আমদানিতে নিষেধাজ্ঞা নেই। সরকারি-বেসরকারিভাবে আমদানিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। বুধবার (১৮ মে) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সরকারের অনুমোদন সাপেক্ষে অন্য দেশ থেকেও গম আমদানি করা হবে বলে জানান মন্ত্রী।

সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী বলেন, ধানের ক্ষেত্রে এখন বছরের শেষ ও শুরুর সন্ধিক্ষণ। এখন চাল ব্যবসায়ীরা ধান সংগ্রহ করছে, চাতালে শুকাচ্ছে। বৃষ্টিতে ধান শুকাতে পারছে না। এতে চালের দাম কিছুটা বেড়েছে। তবে নিয়ন্ত্রণে আছে। মজুদের খবর পেলেই ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

এ সময় খাদ্য সচিব নাজমানারা খানুম বলেন, সারা বিশ্বেই খাদ্যের সমস্যা আছে। তবে বাংলাদেশে কোনোভাবেই খাদ্য সঙ্কট হবে না। হাওড়ে অকাল বন্যা হলেও চাল সংগ্রহে সমস্যা হবে না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply