প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজার রানের কীর্তি মুশফিকের

|

৫ হাজার রানের পর দর্শকদের অভিনন্দনের জবাব দিচ্ছেন মুশফিক। ছবি: সংগৃহীত

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে ৫ হাজার রানের কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান চট্টগ্রাম টেস্টের ৪র্থ দিনের প্রথম সেশনে ব্যক্তিগত ৬৮ রানে পৌঁছানোর সময় এই মাইলফলক অতিক্রম করেন মিস্টার ডিপেন্ডেবল।

৪৯৩২ রান নিয়ে চট্টগ্রাম টেস্ট শুরু করেছিলেন মুশফিক। প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের ক্লাবে তামিম ইকবাল ও মুশফিকুর রহিমের মধ্যে কে আগে প্রবেশ করবেন, সেটিই ছিল দেখার বিষয়। অপরাজিত ১৩৩ রান করে ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হলে ৫ হাজার রান থেকে ১৯ রান দূরে থাকতে থামেন তিনি। অন্যদিকে, দারুণ ব্যাট করে কেবল দলকে শক্তিশালী অবস্থানেই নিয়ে যাননি মুশফিক; ৫ হাজার রানের ব্যক্তিগত মাইলফলকও স্পর্শ করেন দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটার।

৫ হাজার রানের মাইলফলক স্পর্শের পর ড্রেসিংরুম থেকে তামিমের অভিনন্দন পান মুশফিক। ছবি: সংগৃহীত

আপাতত ৫০১৭ রান নিয়ে বাংলাদেশি ব্যাটারদের টেস্ট রান সংগ্রাহকের তালিকায় সবার উপরেই আছেন মুশফিক। তার পরের অবস্থানে তামিম ইকবাল। ৪ হাজার ২৯ রান নিয়ে তৃতীয় অবস্থানে আছেন সাকিব আল হাসান। এরপরের জায়গাটা অধিনায়ক মুমিনুল হকের। তার টেস্ট রান ৩ হাজার ৫১৬।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply