লকডাউনে রেখেই চীনের সাংহাই শহরকে করোনা শূন্য ঘোষণা

|

ছবি: সংগৃহীত।

করোনার বিরুদ্ধে অত্যন্ত কঠোর নীতি পালন করে আসছে চীন। এখনও দেশটির বেশ কয়েকটি শহরে চলছে লকডাউন। এরই মধ্যে চীনের বৃহত্তর শহর সাংহাইকে করোনা শূন্য ঘোষণা করা হয়েছে। তবে সাংহাইকে লকডাউনে রেখেই শহরটিকে করোনাভাইরাস শূন্য ঘোষণা করেছে কর্তৃপক্ষ। খবর সিএনএন এর।

মঙ্গলবার (১৮ মে) সাংহাইয়ের স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝাও দানদান বলেন, সাংহাইয়ের ১৬টি এলাকার সবকটিতেই স্থানীয় পর্যায়ে ‘শূন্য কোভিড’ লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়েছে। তবে এখনো ৮ লাখ ৬০ হাজার মানুষ কঠোর লকডাউনের মধ্যে আছেন, তারা তাদের বাড়ি ছেড়ে বের হতে পারবেন না।

সংশ্লিষ্টদের পক্ষ থেকে বলা হয়েছে, করোনা সংক্রমণ এরই মধ্যে কমে এসেছে। তবে আগের মতো স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে আরও তিনটি ধাপ অতিক্রম করতে হবে। ইতোমধ্যে বেশ কিছু সুপার মার্কেট ও দোকানপাট খোলার অনুমতি দেয়া হয়েছে সোমবার। করোনা কমে আসায় আরও দ্রুত অন্যান্য প্রতিষ্ঠানগুলো চালু করার সিদ্ধান্ত নেয়া হবে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply