সাউদাম্পটনকে হারিয়ে শিরোপা লড়াই শেষ দিনে নিয়ে গেল লিভারপুল

|

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই টিকে রইলো শেষ রাউন্ড পর্যন্ত। মাস্ট উইন ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।

হারলেই এক ম্যাচ হাতে রেখে শিরোপা জিতে নিবে ম্যানচেস্টার সিটি। এমন সমীকরণের ম্যাচে প্রথমেই গোল খেয়ে বসে লিভারপুল। ১৩ মিনিটে নাথান রেডমন্ডের দুর্দান্ত গোলে লিড নেয় সাউদাম্পটন। এরপরই গোল শোধে মরিয়া হয়ে যায় অলরেডরা। ফরোয়ার্ড ফিরমিনোর গোল বাতিল হয় অফ সাইডে। তবে মুহুর্মুহু আক্রমণের ফল হিসেবে অলরেডরা সাফল্য পায় ২৭ মিনিটে। দলের জাপানিজ ফরোয়ার্ড তাকুমি মিনামিনোর গোলে সমতায় ফেরে লিভারপুল।

জয়সূচক গোলটি ক্লপের দল পায় দ্বিতীয়ার্ধে। ৬৭ মিনিটে ডিফেন্ডার জোয়েল মাতিপের দুর্দান্ত হেডে এগিয়ে যায় অলরেডরা। এই জয়ে ৩৭ রাউন্ড শেষে লিভারপুলের পয়েন্ট ৮৯ আর সিটির পয়েন্ট ৯০। প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে লিভারপুল খেলবে উলভসের বিপক্ষে আর ম্যান সিটির পরীক্ষা নেবে লিভারপুল লেজেন্ড স্টিভেন জেরার্ডের অ্যাস্টন ভিলা। ১ পয়েন্ট ও ৬ গোলের ব্যবধানে শেষ ম্যাচটি এগিয়ে থেকেই খেলতে যাবে ম্যানচেস্টার সিটি।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply