‘দোনবাস দখলের উদ্দেশ্যেই যুদ্ধ দীর্ঘায়িত করছে রাশিয়া’

|

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকজাই রেজনিকভ।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকজাই রেজনিকভ বলেছেন, দোনবাস অঞ্চল দখলের উদ্দেশ্যেই যুদ্ধ দীর্ঘায়িত করছে রাশিয়া। রুশ বাহিনীর হাতে মারিওপোল পতনের পরই এ আশঙ্কা প্রকাশ করলেন তিনি। এদিকে, তার এমন আশঙ্কার মাঝেই ইউক্রেনে রুশ সেনাবাহিনীর যুদ্ধাপরাধের তদন্ত করতে দেশটিতে পৌঁছেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের ৪২ সদস্যের দল। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১৭ মে) এক বিবৃতিতে এ আশঙ্কার কথা জানান ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকজাই রেজনিকভ। অবরুদ্ধ মারিওপোলে ইউক্রেনীয় বাহিনীর অঘোষিত পরাজয়ের পরই, এমন শঙ্কার কথা সামনে আসছে।

এর আগে, মঙ্গলবার (১৭ মে) আজভস্টালে প্রতিরোধ যুদ্ধ চালানো ইউক্রেনীয় প্রতিরোধ বাহিনীর ২৬৫ সেনা আত্মসমর্পণ করেন। এরপর তাদের নিয়ে যাওয়া হয় রুশ নিয়ন্ত্রিত অঞ্চলে; বিনিময়ে ছাড়া হয় রুশ সেনা সেনাদের। ইষ্পাত কারখানা আজভস্টালে আটকা বাদবাকি সেনাদের ভাগ্যে কি রয়েছে- সেটি এখনো অনিশ্চিত।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের সুরক্ষা এবং উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চালাবে সরকার।

এ পরিস্থিতিতে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভকে সব সহযোগিতা দিতে প্রস্তত বাইডেন প্রশাসন। কিন্তু, রাশিয়ার সাথে আলোচনা সাপেক্ষেই নির্ধারণ করতে হবে ইউক্রেনের উদ্দেশ্য।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply