রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তদন্তে ইউক্রেনে আইসিসির প্রতিনিধি দল

|

সরেজমিনে তদন্ত করতে ইউক্রেনে পৌঁছেছেন আইসিসির ৪২ সদস্যের প্রতিনিধি দল।

রাশিয়ার বিরুদ্ধে ওঠা যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত করতে ইউক্রেনে পাঠানো হলো আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসির ৪২ সদস্যের একটি প্রতিনিধি দল। খবর ডয়েচেভেলের।

মঙ্গলবার (১৭ মে) ইউক্রেনে প্রতিনিধি দল প্রেরণের বিষয়টি নিশ্চিত করেন আইসিসির মুখ্য কৌসুলি করিম খান।

এক বিবৃতিতে তিনি জানান, আদালতের হাতে রাশিয়ার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ, ফরেনসিক উপকরণ এবং মামলা সংশ্লিষ্ট বাড়তি তথ্য সংগ্রহেই যুদ্ধবিধ্বস্ত এলাকাগুলোয় যাবেন বিশেষজ্ঞরা। তাদের সাথে কাজ করবে একটি ফরাসি ফরেনসিক টিম।

গত এপ্রিলে, ইউক্রেনের বুশা শহর সফর করেন, আইসিসির কৌসুলি করিম খান। তিনি সে সময়ই জানান- মানবতা বিরোধী অপরাধ করছে রাশিয়া; যার জন্য আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে পুতিন প্রশাসনকে।

প্রসঙ্গত, জাতিসংঘের দেয়া তথ্য অনুসারে, ইউক্রেনে চলমান গত দুমাসের যুদ্ধে প্রাণ হারিয়েছেন তিন হাজার ৩৮১ জন বেসামরিক ইউক্রেনীয়। আর বিভিন্নভাবে গুরুতর আহত হন তিন হাজার ৬৮০ জন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply