বাড়ি ও আশ্রয়কেন্দ্রে পানির মধ্যেই বসবাস সিলেটবাসীর

|

সিলেটে বাড়ি-ঘর প্রায় নিমজ্জিত পানিতে।

সিলেটে প্রবল বর্ষণ আর পাহাড়ি ঢলে সৃষ্ট পানির চাপেও সংসারের মায়ায় অনেকেই ছেড়ে যাচ্ছে না বাড়ি। যারা ছেড়ে যাচ্ছে তারাও ভালো নেই আশ্রয়কেন্দ্রে। সেখানেও ঢুকেছে পানি। অপ্রতুল ত্রাণে হিমশিম খাচ্ছে জনপ্রতিনিধিরা।

৪ দিন ধরে ঘরে পানির মধ্যে বসবাস কোম্পানীগঞ্জের ছায়েদুন বেগমের। চৌকির উপর চৌকি দিয়ে কোনোরকম কাটছে দিন। ঘরে খাবার নেই, চারদিকে কোমর সমান পানি। বাকিতে দোকান থেকে ২ কেজি চাল এনে রান্না বসিয়েছেন। ধোঁয়ায় আচ্ছন্ন ঘর। সবমিলিয়ে দুর্বিষহ জীবন। একই অবস্থা প্রতিবেশী মঙলা মিয়ার। পরিবারের বাকিদের নিরাপদ স্থানে পাঠিয়ে ঘর পাহারা দিচ্ছেন তিনি।

পাহাড়ি ঢলের পানি আছড়ে পড়ছে ঘরে। চাল-ডালসহ খাদ্য পণ্য ভাসিয়ে নেয়ার আগে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন অনেকেই। আশ্রয়কেন্দ্রে আসা মানুষের আছে নানা অভিযোগ। পশ্চিম ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান জায়েদ আলী জানান, চাহিদার চেয়ে বরাদ্দ অপ্রতুল। তবুও সাধ্যমতো সহায়তা দেয়ার চেষ্টা চলছে। গত ৫ দিনে সিলেটের ৬ উপজেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply