প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত আসাম, নিহত ৮

|

প্রবল বন্যায় ডুবে গেছে আসাম, ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখী এখন ভারতের আসাম রাজ্য। চলমান বন্যায় বুধবার (১৮ মে) পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮ জন। রাজ্যটির ২৬ জেলায় পানিবন্দী ৪ লাখের বেশি বাসিন্দা।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সারাদিন হবে ভারি বৃষ্টিপাত। গোটা রাজ্যে বৈরী আবহাওয়া থাকবে আরও পাঁচদিন।

মঙ্গলবার (১৭ মে) ভূমিধসের কারণে ভেঙে পড়েছে বরাক ভ্যালি এবং ডিমা হাসাও জেলার মধ্যেকার রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা। ৪৮ ঘন্টা আটকে থাকার পর, পানিতে ডুবে যাওয়া স্টেশন থেকে উদ্ধার করা হয় প্রায় তিন হাজার যাত্রীকে।

তবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে চাঁচাড় জেলা, সেখানে আটকা পড়েছেন লাখের কাছাকাছি বাসিন্দা। ইতোমধ্যেই উদ্ধার কর্মকাণ্ডে নেমেছে সেনাবাহিনী। হেলিকপ্টারের মাধ্যমে দুর্গত এলাকা থেকে মানুষদের সরানো হচ্ছে।

এরই মধ্যে, রাজ্যের ৮৯টি আশ্রয়কেন্দ্রে সরানো হয়েছে ৪০ হাজারের বেশি মানুষকে। আসামের সাথে প্রতিবেশী রাজ্য- ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের সব যোগাযোগ বিচ্ছিন্ন। ভারি বৃষ্টিপাত, ভূমিধস হচ্ছে অরুনাচল প্রদেশ আর মেঘালয়েও।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply